হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ইমাম হোসায়েন (আঃ)-এর মত মর্মান্তিক শাহাদতের নজির বিশ্বে আর নেই তাই দয়ার নবী (সঃ) সেই শোকে উত্তপ্তকে এক হাদিসের মাশধ্যমে এই রূপ মূল্যায়ণ করেছেন :
قالَ رَسُولُ اللّهِ (صلّى اللّه علیه و آله):
«اِنَّ لِقَتْلِ الْحُسَیْنِ علیه السّلام حَرارَةً فى قُلُوبِ الْمُؤمنینَ لا تَبْرُدُ اَبَداً.»
বিশ্ব নবী (সঃ) বলেছেন :
অবশ্যই হুসায়েনর শাহাদতের ঘটনা মুমিনদের হৃদয়ে এমন উষ্ণতা সৃষ্টি তৈরী করেছে যা কখনও ঠান্ডা হবে না বা নিভে যাবে না।”
সূত্র: জামেউল আহাদিস : খন্ড ১২, খন্ড ৫৫৬।
আসুন সকলে শিষ্টাচারের সাথে ইমাম হোসায়েন (আঃ)-এর শোকানুষ্ঠান পালন করি এবং হযরত ফাতেমা যাহরা (আঃ)-কে তাঁর দুলালের শাহাদত উপলক্ষে শোক ও সমবেদনা জানাই।
অনুবাদ: রিজওয়ানুস সালাম খান